প্রধানমন্ত্রী মোদি চালু করছেন “স্বাস্থ্য নারী সক্ষম পরিবার” অভিযান ১৭ সেপ্টেম্বর

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মাসের ১৭ তারিখে “স্বাস্থ্য নারী সক্ষম পরিবার” অভিযান শুরু করবেন। এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, এই উদ্যোগের লক্ষ্য দেশের মহিলাদের এবং শিশুদের জন্য স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করা, যাতে তারা সহজে সেবা পেতে পারে, গুণগতমান নিশ্চিত হয় এবং স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায়।

এই জাতীয় অভিযান অংশ হিসেবে ৭৫ হাজার স্বাস্থ্য শিবির আয়োজিত হবে আয়ুষ্মান আরোগ্য মন্দির, কমিউনিটি হেলথ সেন্টার ও অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে। এই শিবিরগুলো মহিলাদের ও শিশুদের বিশেষ স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় সেবা প্রদান করবে এবং সরকারের অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা দর্শনকে সমর্থন করবে।

মন্ত্রী আরও জানান, পুষ্টি মাস (পোষণ মাহ) সব আঙ্গনওয়াড়িতে পালন করা হবে যাতে পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা ও সার্বিক সুস্থতা প্রচারিত হয়। তিনি বলেন, এসব পদক্ষেপ দেশের পরিবারগুলিকে সুস্থ ও সমাজকে সক্ষম করে গড়ে তুলবে।

জে পি নাড্ডা সব বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা সংস্থাগুলোকে এই জন অংশগ্রহণ অভিযানকে সমর্থন করে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।