গ্রাম প্রধানের ‘হুলিয়া’তে বন্ধ রাস্তা নির্মাণকাজ, প্রধানের ভূমিকায় ক্ষোভ

উদয়পুর, ৫ সেপ্টেম্বর : আবারও বিতর্কের কেন্দ্রে গ্রাম প্রধান। মাতাবাড়ি ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা নির্মাণের কাজ হঠাৎই থমকে গেল গ্রাম প্রধানের নির্দেশে। অভিযোগ, রাস্তার কাজ শুরু করতে গেলে ঠিকাদারকে গ্রাম প্রধান স্পষ্ট জানিয়ে দেন— আগে এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া অথবা মণ্ডল সভাপতি অমর জমাতিয়ার সঙ্গে দেখা করতে হবে, তারপরেই কাজ করা যাবে।
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানসহ অন্যান্য সদস্যরা। তাঁদের দাবি, পঞ্চায়েতের তরফে কোনো কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়নি। উপ-প্রধানের বক্তব্য, “এলাকার উন্নয়নমূলক কাজ কোনোভাবেই বন্ধ রাখা যাবে না। যদি বিধায়ক বা মণ্ডল সভাপতির সঙ্গে দেখা করার প্রয়োজন হয়, তা কাজ চলাকালীনও করা সম্ভব।”
স্থানীয় বাসিন্দারাও প্রশ্ন তুলেছেন— রাজনৈতিক কারণে জনস্বার্থের কাজ বন্ধ রাখাটা মোটেই কাম্য নয়। রাস্তা নির্মাণকাজ বন্ধ হওয়ায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।
পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা অভিযোগ করেছেন, প্রধান একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে কাজ বন্ধ করিয়েছেন। এই ঘটনায় প্রধানের ভূমিকা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।