উন্মত্ত সারমেয় – এর কামড়ে আহত শিশু সহ ৫, আতঙ্ক ধনপুরে

আগরতলা, ২ সেপ্টেম্বর : উন্মত্ত সারমেয় – এর তাণ্ডবে দিশেহারা ধনপুরবাসী। আজ ধনপুর বড়নারায়ণ এলাকায় প্রায় শিশু সহ পাঁচ জনকে কামড়েছে একটি উন্মত্ত সারমেয়। সাধারন মানুষ ভয়ে রাস্তায় বেরোতে দ্বিধাবোধ করছেন। তাতে শহরজুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।

একটি সারমেয় একে একে প্রায় ৫ জনকে কামড়ে রক্তাক্ত করার খবর ছড়িয়ে পড়তেই গোটা ধনপুর জুড়ে আতঙ্কিত সাধারণ মানুষ। ঘটনার পর তাদের ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধই বেশি রয়েছে।

আহত এক ব্যক্তি কথায়, অবিলম্বে সাদা উন্মুক্ত সারমেয়টিকে শনাক্ত করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে সাধারন মানুষকে ভয় মুক্ত করার চেষ্টা করতে হবে।