গাড়ির ধাক্কায় মৃত্যু পূর্ত দফতরের কর্মচারীর

আগরতলা, ৩০ আগস্ট : আজ বিকেলে লেম্বুছড়া ফিশারী কলেজের সামনে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ত দফতরের কর্মচারী নান্টু দাস

চিকিৎসক জানিয়েছেন,লেম্বুছড়া ফিশারী কলেজের সামনে একটি গাড়ি নান্টু দাসকে ধাক্কা মারে। তাতে নান্টু দাসের মাথায় গুরুতর আঘাত লাগে। এরপর দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আসেন। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। নান্টু দাসের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে