অসাম-মেঘালয় সীমান্তে মাদক চোরাচালান ধরিয়ে দুইজন গ্রেফতার

শিলং, ১৯ আগস্ট : আগস্ট ১৯ রাতে আসাম-মেঘালয় সীমান্তে এক বিশেষ অভিযান চালিয়ে ১০ কিলোগ্রামেরও বেশি গাঁজা এবং লক্ষাধিক টাকার প্রেসক্রিপশন ওষুধসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পূর্ব জৈন্তিয়া হিলস জেলা পুলিশের অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্স।

লুমশনং পুলিশ স্টেশনের আধিকারিকরা সিলচর থেকে শিলং যাওয়া রাতের বাসে সন্দেহভাজনদের গতিবিধি নজরদারি করার পর গভীর রাতে চেকপয়েন্ট স্থাপন করে। সকাল সাড়ে চারটার দিকে একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। অভিযানে সিলচরের ৪২ বছর বয়সী আমল নাথ এবং ত্রিপুরার ধোলাই জেলার রদিকা রঞ্জন দাসকে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০.৩৫ কেজি গাঁজা, ২,৭৩৬টি ট্রামাডল হাইড্রোক্লোরাইড ক্যাপসুল এবং ৬,০০০টি নাইট্রাজেপাম ট্যাবলেট। এছাড়াও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এই তল্লাশি নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস আইনের ৫০ ধারার অধীনে স্বতন্ত্র সাক্ষীর উপস্থিতিতে পরিচালিত হয়।

পুলিশ সুপার বিকাশ পি এস জানান, গ্রেফতারকৃতরা সীমান্ত অতিক্রমকারী বড় মাদক চক্রের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। লুমশনং পুলিশ স্টেশনে মামলা রুজু করা হয়েছে এবং তদন্তকারী দল সরবরাহ শৃঙ্খল খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

পুলিশ সাধারণ মানুষকে অনুরোধ করেছে মাদক চোরাচালানে জড়িত অন্যদের তথ্য দিতে। গোপনীয়তা এবং উপযুক্ত পুরস্কারের আশ্বাস দিয়ে নাগরিকদের নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।