আগামী ১৭ সেপ্টেম্বর আগরতলায় আঞ্চলিক স্তরের ডাক আদালত বসবে

আগরতলা: ১৪ আগস্ট : আগরতলায় পোস্টমাস্টার জেনারেল উত্তর-পূর্ব ১ এর কার্যালয়ে আগামী ১৭ ই সেপ্টেম্বর আঞ্চলিক স্তরে বিভিন্ন ধরনের ডাক আদালত বসবে। ১৭ ই সেপ্টেম্বর বেলা ১১ টা থেকে শুরু হবে স্টাফ আদালত। বেলা ১২ টা থেকে পেনশন আদালত। দুপুর একটা থেকে জি.ডি.এস আদালত এবং বেলা তিনটা থেকে বসবে ডাক আদালত।

ডাক আদালত ডাক পরিষেবা সম্পর্কিত অভিযোগ গুলি সমাধানের জন্য গ্রহণ করবে। স্টাফ/পেনশন/জিডিএস আদালত শুধুমাত্র বিভাগীয় কর্মীদের ইস্যুগুলি বিচার বিবেচনা করবে।

ডাক আদালত/পেনশন আদালত/ জি.ডি.এস আদালতে লিখিত অভিযোগ পেশ করা যাবে – পোস্টমাস্টার জেনারেল, উত্তর-পূর্ব অঞ্চল, আগরতলা – ৭৯৯০০১ এই ঠিকানায়। লিখিত অভিযোগগুলি সাধারণ ডাক বা স্পিডপোস্টে উল্লেখিত ঠিকানায় পাঠানো যাবে।

লিখিত অভিযোগগুলিতে সম্পূর্ণ ঠিকানা এবং এবং রেজিস্ট্রেশন রসিদ নম্বরসহ সম্পূর্ণ বিবরণ উল্লেখ থাকতে হবে। সঞ্চয় প্রকল্প এবং ডাক জীবন বীমা সম্পর্কিত অভিযোগের ক্ষেত্রে আমানতকারী/ বীমাকারীর অ্যাকাউন্ট নম্বর এবং সম্পূর্ণ ঠিকানা দিতে হবে।

লিখিত অভিযোগ গুলি আগামী ১৫ই সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটা বা তার আগে উপরোক্ত ঠিকানায় পৌঁছুতে হবে। এই সময়ের পরে প্রাপ্ত কোন অভিযোগ স্বাভাবিক চ্যানেলের মাধ্যমে সমাধান করা হবে। লিখিত অভিযোগগুলি ই-মেইলের মাধ্যমেও পাঠানো যাবে।

আগরতলায় পোস্টমাস্টার জেনারেল উত্তর পূর্ব -১ অঞ্চল কার্যালয়ের সহকারী পরিচালক এই তথ্য জানিয়েছেন।