৭৯ তম স্বাধীনতা দিবসে উপলক্ষে ফায়ার সার্ভিসের উদ্যোগে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

আগরতলা, ১৪ আগস্ট : ৭৯ তম স্বাধীনতা দিবসে উপলক্ষে ফায়ার সার্ভিসের উদ্যোগে বাধারঘাট স্থিত ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে এক ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। যার শুভ সূচনা করলেন দপ্তরের অধিকর্তা উত্তম মন্ডল সহ অন্যান্য আধিকারিকরা।

মূলত, সাধারণ মানুষের মধ্যে ৭৯ তম স্বাধীনতা দিবসের বিশেষত্ব পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। আজকের ওই ম্যারাথন দৌড় বাধারঘাট ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে শুরু হয়ে আগরতলা ফায়ার সার্ভিস চৌমুহনী স্থিত ফায়ার স্টেশনে গিয়ে শেষ হয়েছে।

এদিন ফায়ার সার্ভিসের এক আধিকারিক বলেন, ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের দফতরের তরফ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই কর্মসূচিকে লক্ষ্যেই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে।