তীব্র বৃষ্টিতে উদ্ধারকাজে বাধা, কয়েকটি রাজ্যে জারি অরেঞ্জ ও রেড অ্যালার্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট : সোমবার ভোরের বৃষ্টিতে উত্তরকাশীর ধারালি গ্রামে চলমান উদ্ধারকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর উত্তরাখণ্ডের সব জেলায় ‘ইয়েলো’ অ্যালার্ট জারি করেছে। প্রায় এক সপ্তাহ আগে মেঘভাঙা ও আকস্মিক বন্যায় গ্রামটির অর্ধেক অংশ জল ও কাদায় ভেসে যায়। প্রশাসনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত চারজনের মৃত্যু নিশ্চিত হয়েছে, দু’টি দেহ উদ্ধার হয়েছে এবং ৪৯ জন নিখোঁজ রয়েছেন।

গঙ্গনানি সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজ আংশিকভাবে সচল করা হয়েছে, যা ধারালি ও আশেপাশের দুর্গত এলাকাকে সংযুক্ত করছে। তবে গঙ্গোত্রী জাতীয় সড়ক এখনও সোনগাড, দবরানি ও হর্ষিলে বিভিন্ন স্থানে অবরুদ্ধ রয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছেন, ধ্বংসাবশেষ অপসারণ যুদ্ধকালীন তৎপরতায় চলছে এবং সড়ক মঙ্গলবার বা বুধবারের মধ্যে সম্পূর্ণ সচল হতে পারে। ইতিমধ্যে আলমোড়া, দেরাদুন, হরিদ্বার, নৈনিতাল, পৌড়ি ও উদ্যম সিং নগর জেলায় ‘রেড’ অ্যালার্ট জারি হয়েছে। দেরাদুন ও উত্তরকাশীতে সকাল থেকেই ভারী বৃষ্টি চলছে।

আইএমডি রবিবার থেকে ১৭ আগস্ট পর্যন্ত তেলেঙ্গানার একাধিক জেলায় ‘হেভি টু ভেরি হেভি রেইনফল’-এর সতর্কতা জারি করেছে। হায়দরাবাদের মিথালি নগর ও আশেপাশের এলাকায় রবিবার থেকেই জলাবদ্ধতার চিত্র দেখা গেছে।

হিমাচল প্রদেশে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিচ্ছিন্ন স্থানে ‘হেভি টু ভেরি হেভি রেইনফল’-এর জন্য ‘অরেঞ্জ’ সতর্কতা জারি হয়েছে। একই দিনে পাঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন অঞ্চলে সকাল ৮টা ১ মিনিট থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত বজ্রবিদ্যুৎ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন এবং মাডেন-জুলিয়ান অসিলেশন-এর প্রভাবে কেরালায় বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে তা অতিমাত্রায় হবে না বলে পূর্বাভাস। চলতি আগস্টের ১ থেকে ১১ তারিখ পর্যন্ত কেরালায় ৭৫.৪ মিমি বৃষ্টি হয়েছে, যেখানে স্বাভাবিক গড় ১৭৯ মিমি। জুন থেকে এখন পর্যন্ত রাজ্যে মোট বৃষ্টির ঘাটতি দাঁড়িয়েছে ১৫%।

সোমবার দিল্লিতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ন্যূনতম তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ০.৪° বেশি) এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা। সকাল ৮টা ৩০ মিনিটে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১%। এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৯৮, যা ‘সন্তোষজনক’ পর্যায়ে।

আগস্ট ১৩ থেকে উত্তর ও দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ‘ফেয়ারলি ওয়াইডস্প্রেড’ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। ১৫ ও ১৬ আগস্ট ‘হেভি টু ভেরি হেভি রেইনফল’-এর জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে আল্লুরি সীথারামা রাজু, প্রকাসম, পলনাডু, কৃষ্ণা, গুন্টুর, এনটিআর, পশ্চিম গোদাবরী ও এলুরু জেলায়।