মধুপুর, ৭ আগস্ট : গবাদি পশুকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ এনে এক ব্যক্তিকে গলার মধ্যে ছুরি দিয়ে আঘাত করলো ওঅপর জন। পরবর্তী সময়ে সেই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় সোজা চলে আসে মধুপুর থানায় এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে। ঘটনা মধুপুর থানাধীন খামারহাটি এলাকায়।
ঘটনা বিবরনে প্রকাশ, বৃহস্পতিবার দুটো নাগাদ খামারহাটি এলাকার শ্যামল সরকার নিজের গবাদি পশুর জন্য জমি থেকে ঘাস কেটে এনে সেই ঘাসগুলি তার নিজের বাড়ির পাশেই রেখেছিল। এমন সময়ে ওই এলাকার দীনেশ চৌধুরীর একটি গবাদি পশু এসে সেই ঘাসগুলি খেয়ে ফেলছিল। পরবর্তী সময়ে শ্যামল সরকার একটি লাঠি নিয়ে সে গবাদি পশুটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এমন সময় সেই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে গবাদি পশুর মালিক দীনেশ চৌধুরী রেগে যান। তার বক্তব্য কেন গবাদী পশুটিকে লাঠি দিয়ে আঘাত করেছে। দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়।
একটা সময় উত্তেজিত হয়ে পড়ে দীনেশ চৌধুরী ঘর থেকে ধারালো ছুড়ি নিয়ে এসে শ্যামল সরকারের গলায় আঘাত করে। মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে পড়ে শ্যামল সরকার। কিন্তু তারপরেও খামারহাটি এলাকা থেকে বাইসাইকেল চেপে রক্তাক্ত অবস্থায় মধুপুর থানায় এসে হাজির হয়। কিন্তু তার সারা শরীর এবং শার্ট প্যান্ট রক্তে লাল হয়ে যাই। পরবর্তী সময়ে তাকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয় চিকিৎসার জন্য। পরে অভিযুক্ত দীনেশ চৌধুরী বিরুদ্ধে একটি মামলা দায়ের করে যে। যা নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে এত বড় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

