‘হিন্দু-হিন্দি-হিন্দুস্থান’ – এর ভিত্তিতেই দেশকে বিভাজন করতে চাইছে বিজেপি : বিরোধী দলনেতা

আগরতলা, ৪ আগস্ট : ‘হিন্দু-হিন্দি-হিন্দুস্থান’ – এর ভিত্তিতেই দেশকে বিভাজন করতে চাইছে বিজেপি। আরএসএস-বিজেপির বিভাজনের রাজনীতি তথা তাঁদের তথাকথিত হিন্দু রাষ্ট্র নির্মাণের সংকল্পে হিন্দি ছাড়া অন্য কোন ভারতীয় ভাষার মর্যাদা নেই। তাই এই দেশের জাতীয় সংগীত যে ভাষায় লেখা হয়েছে, সেই বাংলা ভাষাকে দিল্লী পুলিশের অবমাননা করেছে। বাংলা ভাষার উপর দিল্লি পুলিশের বিবৃতি ঘিরে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী।

সম্প্রতি দিল্লী পুলিশের এক বিজ্ঞপ্তি ঘিরে গোটা দেশব্যাপী বাংলা ভাষাকে অবমাননা করার উদাহরণ দেখা গেছে। সেখানে বাংলা ভাষায় কথা বলার জন্যই কয়েকজনকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনায় দেশব্যাপী প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, বাংলা ভাষা অষ্টম তফশিলির অন্তর্ভুক্ত ২২টি ভাষার মধ্যে একটি। এই ভাষায় ভারতের জাতীয় সংগীত লেখা হয়েছে। এই ভাষাকে অবমাননা করে দিল্লি পুলিশ যে ধরনের আচরণ করেছে তা নিন্দনীয়।

তিনি বলেন বিজেপি শাসিত কিছু রাজ্যে বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই তাদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বিদ্বেষ মূলক ভাষা ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, উত্তর পূর্বাঞ্চলের যারা উপজাতি অংশের জনগণ তাদেরকে দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাদেরকে চীন এবং নেপালের বাসিন্দা বলেও অবমাননা করা হচ্ছে। এমন ভাবে তাদের সঙ্গে আচরণ করা হয় যেন তারা ভারতীয় নাগরিকই নয়। এবারে বাংলা ভাষায় যারা ব্যবহার করছে, যাদের ভাষ্য কিছুটা আলাদা তাদেরকেও একইভাবে অপমান করা হচ্ছে। অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত, হিন্দি ভাষার পরেই যার স্থান সেই ভাষার প্রতি এ ধরনের অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি অভিযোগ করে বলেন, আরএসএস – বিজেপি হিন্দি ভাষাকে প্রাধান্য দিয়ে দেশে রাজত্ব করতে চাইছে। হিন্দি ভাষা ছাড়া কোন ভাষার নাগরিককে ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করতে নারাজ তারা। তিনি অভিযোগ করে বলেন ‘ হিন্দু-হিন্দি-হিন্দুস্তানের ভিত্তিতেই তারা এই দেশে শাসন করতে চাইছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ ধরনের অবমাননার জন্য অবিলম্বে দিল্লি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা।