আগরতলা, ৩ আগস্ট: ত্রিপুরার খ্যাতনামা সংগীতশিল্পী পরিতোষ সরকারের বাড়ি থেকে উদ্ধার হল ১৭৪ কেজি শুকনো গাঁজা! রোববার মধুপুর থানার পুলিশ ও টিএসআর বাহিনীর যৌথ অভিযানে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। অভিযানে হাতেনাতে ধরা পড়েন সংগীতশিল্পী স্বয়ং।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ দেবজিত চ্যাটার্জির নেতৃত্বে এবং টিএসআর বাহিনীকে সঙ্গে নিয়ে কোনাবন সীতাখলা এলাকার অভিযুক্ত শিল্পীর বাড়িতে হানা দেয় পুলিশ। বাড়ির একাধিক ঘর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মোট ১৭৪ কেজি শুকনো গাঁজা।
অনুসন্ধানে জানা যায়, পরিতোষ সরকার দীর্ঘদিন ধরেই গোপনে গাঁজার কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। তার গতিবিধি ও গোপন মজুত সম্পর্কে তথ্য থাকায় দীর্ঘদিন ধরেই পুলিশ ও টিএসআর বাহিনী নজরদারি চালাচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে রবিবার সকালেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর অভিযুক্ত সংগীতশিল্পী পরিতোষ সরকারকে মধুপুর থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে এনডিপিএস আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্বের এমন অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়া নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা। পুলিশ জানিয়েছে, পুরো চক্রটির খোঁজে তদন্ত চলছে এবং শীঘ্রই আরও গ্রেপ্তারির সম্ভাবনা রয়েছে।
2025-08-03

