বক্সনগর, ৩ আগস্ট: পুকুরের জলে ডুবে মৃত্যু হল ৩ বছরের এক শিশুর। মৃত শিশুর নাম ফরহাদ হোসেন(৩), পিতা – জালাল উদ্দিন। তাদের বাড়ি বক্সনগরের আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে।
ঘটনার বিবরণে জানা যায়, আজ সকালে সকলের অলক্ষ্যে বাড়ির পাশের এক পুকুরে পড়ে যায় ফারহাদ। বাড়িতে তাকে খুঁজে নিয়ে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। কোথাও খুঁজে না পেয়ে তার বাবার সন্দেহ হলে পুকুরে নেমে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। তখনই পুকুর থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। ফারহাদ এর মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এদিকে ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতার জেরে খেলতে খেলতে পুকুরে পড়ে যায় ফারহাদ। আর তাতেই মৃত্যু হয়েছে ওই ছোট্ট শিশুটির।
2025-08-03

