সাব্রুম, ১ আগস্ট: স্মার্ট মিটারের বিরুদ্ধে শুক্রবার সাব্রুমে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করেছে সিপিআইএম। এদিন এক বিক্ষোভ রেলি সাবরুমের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে। বিক্ষোভ র্যালি থেকে অবিলম্বে স্মার্ট মিটার বাতিলসহ বিদ্যুৎ ও জল কর হ্রাসের দাবি জানানো হয়েছে।
সিপিআইএম সাব্রুম বিভাগীয় কমিটির উদ্যোগে এদিন সকাল সাড়ে এগারটায় মিছিলটি শুরু হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন দক্ষিণ জেলা সম্পাদক মিহির পাটারী, প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী এবং সিপিআইএম নেতা বিপ্লব সান্যাল।

