দুর্গাপূজায় তেলিয়ামুড়ার বিশেষ আকর্ষণ টিএসআর ১২নং ব্যাটেলিয়ানে খুঁটিপূজা সম্পন্ন

তেলিয়ামুড়া, ৩১ জুলাই: একটা সময়ে তেলিয়ামুড়াতে দুর্গাপূজা আয়োজনের ক্ষেত্রে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল টিএসআর ১২নং ব্যাটেলিয়ানের পূজা আয়োজন। তবে বিগত ৫-৬ বছর যাবত ছোট পরিসরে পূজার আয়োজন করার পর, এ বছর বেশ সমারোহের সাথে আয়োজন হতে চলেছে দুর্গাপূজার।

আজকে খুঁটিপূজা সম্পাদনের মধ্য দিয়ে এই কথা জানালেন টিএসআর দ্বাদশ ব্যাটেলিয়ান। ডেপুটি কমান্ডেন্ট সুবোধ চন্দ্র দাস কে সাথে নিয়ে কমান্ডেন্ট অশোক কুমার সিনহা জানান, ঐতিহ্য অনুযায়ী টিএসআর এর দ্বাদশ ব্যাটেলিয়ান এবার চাকমাঘাটে ব্যাপক উৎসাহের সাথে দুর্গাপূজা আয়োজন করতে চলেছে। মূলত এবারের পূজায় থিম হিসেবে থাকবে কাল্পনিক প্যান্ডেল সহ নব দুর্গাকে উপস্থাপিত করা হবে।

বিগত বছরগুলোর মত এবারও তেলিয়ামুড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গার সাধারণ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে টিএসআর দ্বাদশ ব্যাটেলিয়ানের এ বছরের দূর্গাপূজা আয়োজন, এমনটাই আশাবাদী কমান্ড্যান্ট সহ অন্যান্যরা।
এখানে উল্লেখ করা প্রয়োজন বরাবর নিজেদের মতো করে নিজেদের উদ্যোগে টিএসআর জওয়ানরা পূজা আয়োজনের পাশাপাশি বিভিন্ন প্রকারের সামাজিক কর্মকান্ডে নিজেদের নিয়োজিত করে থাকে।