আগরতলা,৩০ জুলাই : সাব্রুম ভুরাতলির আশিস দাস এবং প্রমিলা ত্রিপুরা কয়েক বছর আগরতলা বসবাস করেন। সম্প্রতি তারা বাড়ি ফিরেছিলেন। দাওয়াত অনুষ্ঠানও করেছেন। কিন্তু মঙ্গলবার আচমকাই রহস্যজনক তাঁদের মৃত্যু হয়েছে। ওই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
ঘটনার বিবরণে জানা যায়, সাব্রুম মহকুমার কলাছড়া এলাকার বাসিন্দা আশিষ দাস ( ৩১ ) দীর্ঘ প্রায় ৭ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আগরতলায় বসবাস করছিলেন। বিগত কিছুদিন পূর্বে তাঁর সহধর্মীনি প্রমিলা ত্রিপুরা (২৬ ) কে সঙ্গে নিয়ে এসেছে। বিগত ১৫ দিন পূর্বে বাড়ীর লোকজন সামাজিকভাবে আশিষ দাস ও প্রমিলা ত্রিপুরার বিয়ে দেন বলে জানান। গতকাল রাতে আশিষ দাসের বাড়ীতে প্রমিলা ত্রিপুরার পরিবারের লোকজনেরা গওয়প আশিষ দাস ও স্ত্রীকে মারধোর করে বলে অভিযোগ। পরবর্তী সময় আশিষ দাস ও তার সহধর্মীনি ঘরের দরজা বন্ধ করার পর অসুস্থ হয়ে পরে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দুইজনকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে আসার পর দুইজন মৃত্যুর মুখে ঢলে পরে।
স্বামী ও স্ত্রীর একসঙ্গে এইভাবে অস্বাভাবিক মৃত্যুর জন্য স্ত্রীর পরিবারের লোকজন দায়ী এমনটাই অভিযোগ পরিবারের লোকজনদের। তাই ঘটনার সুষ্ঠ তদন্ত চেয়ে ও ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি করে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত তুলেধেরন আশিষ দাসের মা। এইদিকে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
শান্তির বাজার থানার পুলিশ সমস্ত ঘটনার বিবরন জেনে নেন পরিবারের লোকজনদের কাছ থেকে। ময়না তদন্তের পর উঠে আসবে মৃত্যুর আসল রহস্য। মৃতদেহগুলো ময়নাতদন্তের পর পরিবারের লোকজনেরহাতে তুলে দেওয়া হয়।

