আগরতলা, ২৪ জুলাই:
স্বামীর হাতে দায়ের কোপে গুরুতর আহত হলেন স্ত্রী। ঘটনা কমলপুর থানাধীন রামদুর্লভপাড়ায়।
ঘটনার বিবরণে জানা যায়, স্বামী রাজেশ কর্মকার এবং স্ত্রী সবিতা দেবনাথ এর মধ্যে কোন এক কারণ নিয়ে বৃহস্পতিবার রাতে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এর জেরেই একটা সময় রাজেশ তার স্ত্রীকে একটি ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হন স্ত্রী সবিতা দেবনাথ। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত ছবিতা দেবনাথকে প্রথমে কমলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার আঘাত গুরুতর হওয়ায় তাকে কুলাই জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে সেখানেই গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন সবিতা দেবনাথ। ঘটনায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
এলাকাবাসীদের দাবি, প্রায়শই রাজেশ এবং তার স্ত্রী সবিতার মধ্যে বাকবিতণ্ডা লেগেই থাকতো। গতকালও একই ভাবে এই ঘটনা সংঘটিত হয়।।

