জনজাতি গৃহবধূর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত খুনের অভিযোগ মৃতার পরিবারের

আগরতলা, ২৩ জুলাই : রহস্যজনকভাবে এক জনজাতি গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় সাব্রুমের বেতাগা এডিসি ভিলেজে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার ভাইয়ের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সাব্রুমের বেতাগা এডিসি ভিলেজের সমিতা ত্রিপুরা নামে এক গৃহবধূকে প্রথমে কিছু খেয়ে অসুস্থ হয়েছে বলে মনু হাসপাতালে নিয়ে গিয়েছিলেন পরিবারের লোকজন। সেখান থেকে দক্ষিণ জেলা হাসপাতালে শান্তির বাজার স্থানান্তর করা হয়। রাস্তায় তার অবস্থা আরো অবনতি হলে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসক তাঁকে মৃ*ত বলে ঘোষণা দেয়। রাত তিনটা নাগাদ মৃতদেহ বেতাগা সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু মৃত গৃহবধূর ভাইরা খবর পেয়ে রাতেই বেতাগাতে এলে দেখে, তাদের বোনের শরীরে বিশেষ করে পিঠে ও কানে রক্ত জমাট বেঁধে আছে। তখন মৃতার ভাইরা সৎকারে বাঁধা দেয়। সাথে সাথে সাব্রুম থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে।

মৃতার ভাই দয়া প্রসন ত্রিপুরার দাবি, তাঁর বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু তাঁর স্বামীর পরিবার জানিয়েছেন, সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কিন্তু তাঁর শরীরে বিশেষ করে পিঠে ও কানে রক্ত জমাট বেঁধে আছে। তাই প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।