নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ হয়ত রাজনৈতিক ব্যক্তিত্বরাই সর্বোচ্চ সম্মানের অধিকারী৷ কিউবার প্রাক্তন
প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার প্রয়াণে বৃহস্পতিবার বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে স্মৃতিচারণ করা হয়েছে৷ অথচ দেশের জন্য প্রাণবলিদান দিয়েও রাজ্যের দুই বীর শহীদকে সম্মান জানানোর প্রয়োজনটুকু বোধ করল না রাজ্য বিধানসভা৷ ফলে,দেশের জন্য প্রাণ বলিদান দিলেও রাজনীতির কাছে পরাস্ত হলেন বীর বিএসএফ জওয়ান শম্ভু সাতমুড়া এবং ভারতীয় সেনা জওয়ান চিত্তরঞ্জন দেববর্মা৷ এক্ষেত্রে অভিযোগের কাঠগড়ায় রাজ্য সরকার৷ তবে, বিরোধী দলের সদস্যরাও সমালোচনার উর্দ্ধে নন৷ এদিন, স্মৃতিচারণে বীর শহীদদের ট্রেজারি বেঞ্চ যেমন ভুলে গেছেন, তেমনি বিধায়ক উন্নয়ন তহবিলে টাকা বাড়ানোর সুপারিশ করতে না ভুললেও বিরোধী দলের সদ্যসরাও বেমালুম তাঁদের ভুলে যান৷ বিভিন্ন সময়ে রাজ্য সরকারের গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠেন বিরোধী বেঞ্চের সদস্যরা৷ কিন্তু এদিন সরকার পক্ষ স্মৃতিচারণে বীর শহীদদের ভুলে গেলেও তাঁদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন না যে বিভিন্ন বিষয়ের পাশাপাশি আবারও আপনারা চরম ভুল করেছেন৷ স্বাভাবিকভাবেই রাজ্য বিধানসভার সমস্ত সদস্যদের নৈতিকতা প্রশ্ণের মুখে৷ রাজনীতির উর্দ্ধে উঠে ডান-বাম উভয় দলই মানবিকতার প্রশ্ণে নিজেদের মুখ পুুড়িয়েছেন৷
রাজ্য বিধানসভার এই ভূমিকায় সাধারণ মানুষের মধ্যে রীতিমত বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ বিশেষ করে শহীদ জওয়ানদের পরিবার রাজ্য বিধানসভার এই ব্যবহারে ব্যথিত হয়েছেন বলে জানা গেছে৷ শুধু তাই নয়, শহীদদের প্রতি এই আচরণ চরম অপমানজনক বলেও বিভিন্ন মহল ক্ষোভ প্রকাশ করেছে৷ জনৈক সেনা জওয়ান বলেন, দায়িত্বশীল সরকারের কাছ থেকে এই ধরনের আচরণ কোন মতেই কাম্য নয়৷ পাশাপাশি তিনি রাজ্যের বিরোধী দলের সদস্যদের উদ্দেশ্যেও বলেন, দায়িত্বশীল বিরোধীদের কাছ থেকেও এমনটা আশা ছিল না৷ ফলে, বীর শহীদ জওয়ানদের বিধানসভায় স্মৃতিচারণ না করায় এদিন রাজ্যে সমস্ত প্রান্তে সমালোচনার ঝড় বইয়ে গেছে৷
রাজ্য বিধানসভায় আজ কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট, নেতা প্রয়াত ফিদেল কাস্ত্রে ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী প্রয়াতা জয়রাম জয়ললিতার স্মৃতিচারণ করা হয়৷ স্মৃতিচারণায় বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন,কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট, ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে ত্রিপুরা বিধানসভা গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর শোক সন্তপ্ত পরিজন সহ কিউবার জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে৷ অন্যদিকে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার প্রয়াণে ত্রিপুরা এবং বিধানসভা গভীর দুঃখ প্রকাশ করেছে এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার পরিজন সহ তামিলনাড়ুর জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করছে৷ তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বিধানসভার সদস্য সদস্যাগণ পৃথক পৃথকভাবে দুমিনিট নীরবতা পালন করেন৷ এছাড়া গত, ২০ নভেম্বর, ২০১৬ ভোর রাত ৩টা ১০ মিনিটে ১৯৩২১ ইন্দোর পাটনা রাজেন্দ্র নগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় এবং গত ৬ ডিসেম্বর ২০১৬ ইং তারিখে রাতে আলিপুর দুয়ার রেল ডিভিশনের শামুকতলা রোড স্টেশনের কাছে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পরিজনদের প্রতি আজ বিধানসভায় সমবেদনা ও দুঃখ প্রকাশ করা হয়েছে ও আহত হয়ে যারা চিকিৎসাধীন আছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে৷ দুটি ট্রেন দুর্ঘটনায় শোক জ্ঞাপন করে মৃত ব্যক্তিদের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করে দু’মিনিট নীরবতা পালন করা হয়৷