লক্ষাধিক টাকার বার্মিজ সিগারেট উদ্ধার

কৈলাসহর, ১১ জুলাই : ঊনকোটি জেলার কৈলাসহরে পুলিশ আজ ভোরে বড় মাপের বার্মিজ সিগারেট পাচার রুখে দিতে সক্ষম হয়েছে। চিনিবাগান নাকা পয়েন্ট থেকে আটক করা হয় মোট ৮৩ কার্টুন বার্মিজ সিগারেট, যার বাজার মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা।

ভোররাতে ধর্মনগরের আনন্দবাজার নাকা পয়েন্ট পেরিয়ে একটি সাদা রঙের বলেরো গাড়ি – কৈলাসহরের দিকে অগ্রসর হচ্ছিল। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কৈলাসহর চিনিবাগান নাকা পয়েন্টে গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট।গাড়িটিতে থাকা চালকসহ মোট পাঁচজন যুবককে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সিগারেটগুলি পাচারের উদ্দেশ্যে কৈলাসহরের উত্তরাংশের বাবুরবাজার হয়ে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল। তবে পুলিশ এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

সীমান্তবর্তী অঞ্চল দিয়ে এভাবে বার্মিজ সিগারেট পাচারের ঘটনা নতুন নয়। তবে এত বড় পরিমাণে চালান আটক হওয়া সচরাচর দেখা যায় না। এই ঘটনার পর স্থানীয় প্রশাসনের কাছে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে।