তেলিয়ামুড়া, ২৬ জুন : কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণের সরকারি আবাসে বিজেপির উপজাতি মোর্চার হামলার প্রতিবাদে আজ তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এদিন এই বিক্ষোভ মিছিলটি তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ইন্দিরা গান্ধীর মর্মর মূর্তির পাদদেশে এক পথ সভার আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য,জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক কার্তিক দেবনাথ, জেলা কৃষাণ কংগ্রেস কমিটির চেয়ারম্যান প্রদীপ কুমার দাস, ব্লক কংগ্রেস সভাপতি অতনু পাল প্রমুখ।
এদিন পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য বলেন, রাজ্য বিজেপি তাদের জনজাতি সংঘটনকে বিভ্রান্ত করে তাদের লেলিয়ে দিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি আবাসে হামলা সংঘটিত করেছে। ওই ঘটনায় তীব্র ধিক্কার জানাই জেলা কংগ্রেস কমিটি। তিনি বলেন, সুদীপ রায় বর্মণ বিজেপির মধ্যপ্রদেশে বিজেপির এক বিধায়ক কিভাবে এক উপজাতি ব্যক্তির উপর প্রস্রাব করে দিয়ে ছিলেন তার তথ্যপূর্ণ চিত্র তুলে ধরেন। আর এই তথ্য সামনে আসতেই রাজ্য বিজেপি চরম অস্বস্তিতে পড়ে গিয়ে তাদের জনজাতি সংগঠনকে বিভ্রান্ত করে দলের গুন্ডা বাহিনীকে দিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি আবাসে হামলা করিয়েছে। আসলে বিজেপি বুঝতে পেরেছে যে, এই রাজ্যে তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে।
তাই মানুষকে বিভ্রান্ত করে হামলা হুজ্জতির মাধ্যমে ক্ষমতায় ঠিকে থাকতে চাইছে। কিন্তূ মানুষ এখন আর বোকা নয় যোগ্য সময়ে যোগ্য জবাব দিতে এই রাজ্যের মানুষ এখন প্রস্তুতি নিচ্ছে বলে তিনি দাবি করেন।

