এইচআইভি এবং এইডস প্রতিরোধে নিগমের বিভিন্ন ওয়ার্ড এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে : মেয়র

আগরতলা, ২৪ জুন: এইচআইভি এবং এইডস প্রতিরোধে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। আজ কর্পোরেটারদের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

আজ আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে বর্তমানে রাজ্যে এইচআইভি/এইডসের পরিস্থিতি নিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ পুর নিগমের অন্যান্য কর্পোরেটরদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুর নিগম এলাকায় এইডস প্রতিরোধে কর্পোরেটরদের আর ও সক্রিয় ভূমিকা পালন করা নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার।

এদিন তিনি বলেন, রাজ্যবাসীকে এইডস এবং এইচআইভি থেকে সর্তকতা করার লক্ষ্যে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নেশা মুক্ত ত্রিপুরা গড়ার যে ডাক দিয়েছেন তা পূরণ করার লক্ষ্যে পুর নিগমের তরফ থেকে এঔ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।