কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সহ বিভিন্ন দলের ষোলজন নেতৃত্ব গেলেন বিজেপিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ প্রবীণ উপজাতি নেতা তথা কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ও এডিসির প্রাক্তন মুখ্যনির্বাহী সদস্য দেবব্রত কলই বিজেপিতে যোগদান করেছেন৷ সেই সঙ্গে কংগ্রেসের ও সেবাদলের আরো কয়েকজন গেরুয়া শিবিরে গিয়েছেন৷ রবিবার বিজেপির রাজ্য কার্যালয়ে তাদের বরণ করে নেওয়া হয়৷ দলের রাজ্য সভাপতি বিপ্লব দেব দলীয় পতাকা তাদের হাতে তুলে দিয়েছেন৷ এদিন, মোট ১৬ জন বিজেপিতে যোগ দিয়েছেন৷ কংগ্রেস ছাড়াও আইপিএফটির বিভিন্ন পদাধিকারীরা দলত্যাগ করে বিজেপিতে এসেছেন৷
এদিন, বিশিষ্ট সমাজসেবী ও চিকিৎসক মানিক সাহা, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য ইনচার্জ তুষারকান্তী শিল, প্রদেশ সেবা দলের সাংগঠনিক সম্পাদক উত্তম রায়, অম্পি নগর ব্লক কংগ্রেস সভাপতি জগৎ জমাতিয়া প্রমুখরাও বিজেপিতে যোগ দিয়েছেন৷ এই দলে বরণ করার অনুষ্ঠানের পর বিজেপি রাজ্য কমিটির সভাপতি বিপ্লব দেব জানিয়েছেন, জানুয়ারির প্রথম দিকে তিনি রাজনৈতিক দিক থেকে রাজ্যবাসীকে চমক দিতে চলেছেন৷ কি চমক সেই ব্যাপারে এখনই তিনি মুখ খুলতে চাননি৷ তবে, রাজনৈতিক মহলের ধারণা কংগ্রেসের বেশ কয়েকজন নেতৃত্ব বিজেপিতে যোগ দিতে পারেন৷ তাছাড়াও আইএনপিটি এবং আইপিএফটি থেকেও বেশ কিছু নেতৃত্ব বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে৷ এদিন, এই দলে বরণ করার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরার বিজেপি ইউনিটের ইনচার্জ সুনীল দেওধর, আইনজীবী অরুণকান্তি ভৌমিক প্রমুখ৷