রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের দাবী জমিয়ত উলেমায়ের

jamiatনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ রোহিঙ্গাদের উপর ক্রমাগত নির্যাতন বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়ত উলেমায়ে হিন্দ৷ সংগঠনের নেতৃবৃন্দ শহরের গেদু মিঞার মসজিদে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের আহ্বান জানান৷ সংগঠনের সভাপতি মুফতি তৈবুর রহমান অভিযোগ করেন, মায়ানমারের সেনা বাহিনী এবং এক শ্রেণীর উগ্র বৌদ্ধ ধর্মাবলম্বীরা ক্রমাগত নির্যাতন চালিয়ে যাচ্ছে৷ মায়ানপারের পার্শ্ববর্তী দেশ ভারত, বাংলাদেশ, চীন, দক্ষিণ থাইলেন্ড সহ আমেরিকা ও জাতি সংঘের কাছে ধবংসলীলা বন্ধ করার জন্য রাজ্য জমিয়ত উলেমায়ের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে৷ সংগঠনের রাজ্য সভাপতি বলেন, লুটতরাজ, অমানবিকতা, দেশদ্রোহীতা ও কোন প্রকার সন্ত্রাসী কার্যকলাপকে জমিয়ত উলেমায়ে প্রশ্রয় দেয়না৷ ইদানিং কালে মায়ানমারে সেনা বাহিনীর উপর  সন্ত্রাসী আক্রমণের ঘটনাকে অজুহাত করে পরিকল্পিতভাবে নিরীহ মুসলীম রোহিঙ্গাদের উপর গণহারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে৷ এই ঘটনাকে মায়ানমার সরকারের পরিকল্পিত নিধন যজ্ঞ বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ দশ লক্ষের উপর মুসলীম রোহিঙ্গা মায়ানমারের উপদেশে বসবাস করত৷ সেনাবাহিনী ও বৌদ্ধদের বর্বরোচিত অত্যাচারের ফরে অধিকাংশ লোক সেখানে নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *