নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.) : কিডনি প্রতিস্থাপন হল বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের| শনিবার দিল্লির এইমস-এ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপন| কিডনি দিয়েছেন রক্তের সম্পর্ক নেই এমন একজন| পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারের পর এখন আই সি ইউতে রয়েছেন তিনি| শনিবার সকাল ৯টায় শুরু হয়েছে অস্ত্রোপচার| দায়িত্বে ছিলেন এইমসএর ডিরেক্টর এম সি মিশ্র, শল্য চিকিত্সক ভি কে বনসল, ভি সিনু, নেফ্রোলজিস্ট সন্দীপ মহাজন| আড়াইটা পর্যন্ত চলে অস্ত্রোপচার| এমনিতে রক্তের সম্পর্ক রয়েছে এমন কেউ (ছেলে, মেয়ে, বাবা, মা বা ভাই, বোন) কিডনি দিতে পারেন| তবে কিছু শর্ত থাকে| সুষমার নিকটাত্মীয়দের ক্ষেত্রে সেই শর্ত পূরণ হয়নি| তাই পরিবারের বাইরের একজনের দান করা কিডনি বসানো হয়েছে বিদেশমন্ত্রীর শরীরে|
৬৪ বছরের বিদেশমন্ত্রী বহুদিন ধরে ডায়বেটিসে ভুগছিলেন| সে কারণেই বিকল হয়ে যায় কিডনি| সুষমা টুইট করে জানান, সপ্তাহে তিন বার ডায়লিসিস নিতে হচ্ছিল তাঁকে| ৭ নভেম্বর এইমসএ ভর্তি হয়েছিলেন তিনি| কিডনি অকেজো হয়ে পড়ায় এইমস-এ থাকার কথা টু্যইটারে গত ১৬ নভেম্বর নিজেই জানিয়েছিলেন সুষমা| সোস্যাল মিডিয়ায় তাঁর অসুস্থতার খবর ছড়াতেই শুভেচ্ছা, সমবেদনার বন্যা বয়ে যায়| অনেকেই তাঁকে কিডনি দিতে চান বলে ঘোষণা করেন| এর আগে এপ্রিলেও নিউমনিয়া ও অন্যান্য উপসর্গ নিয়ে এইমস-এ ভর্তি হয়েছিলেন তিনি|
2016-12-10