দ্বিতীয় স্বামী এবং নেশাখোর সৎ ছেলের হাতে আক্রান্ত মহিলা, বিচারের দাবিতে থানার দ্বারস্থ নির্যাতিতা

সোনামুড়া, ১৪ জুন : দ্বিতীয় স্বামী এবং নেশাখোর সৎ ছেলের হাতে আক্রান্ত হয়েছেন মহিলা। আহত মহিলার নাম ছায়া বণিক। ছুরি দিয়ে আঘাত করে এলোপাথাড়ি মারধর করা হয় ওই মহিলাকে। ন্যায্য বিচারের দাবিতে এলাকার মহিলারা সকলে মিলে সোনামুড়া থানায় নিয়ে আসে আহত মহিলাকে।

ঘটনার বিবরণে জানা যায়, আজ সকালে ওই মহিলাকে নেশাগ্রস্ত ছেলে কোন কারণ ছাড়াই মারধর করতে শুরু করে। উনি সহ্য করতে না পেরে বাড়ি থেকে বের হয়ে যেতে চাইলে মধুবন ঝুলন্ত ব্রিজের সামনে আসতে পাষণ্ড ছেলে রাজেশ ভৌমিক ছুরি দিয়ে ওই মহিলাকে আঘাত করে ‌‌ এলোপাথারি মারতে শুরু করে। এলাকাবাসীরা দেখতে পেয়ে উদ্ধার করে ওই মহিলাকে। উনার পায়ে, মাথায়, হাতে এবং বুকে প্রচণ্ড আঘাত লাগে।

উনাকে প্রথমে সোনামুড়া হাসপাতালে নিয়ে আসা হলে সেখান থেকে মেলাঘর হাসপাতালে রেফার করা হয়। পরবর্তী সময়ে এলাকার সকল মহিলারা মিলে দোষীদের কঠোর শাস্তির দাবিতে সোনামুড়া থানায় একত্রিত হয়ে গোটা ঘটনার প্রতিবাদ জানায়। তারা দাবি তুলেছে এই ধরনের ঘটনা সমাজের জন্য কলঙ্ক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় সেজন্য প্রশাসন সমস্ত ব্যবস্থা গ্রহণ করুক, দাবি স্থানীয়দের।