রাস্তা সংস্কারে বাঁধা ঘিরে উত্তেজনা, প্রতিবাদে সড়ক অবরোধ ক্ষুব্ধ নাগরিকদের

আগরতলা, ১৪ জুন : মাতারবাড়ি আরডি ব্লকের অন্তর্গত জনজাতি এলাকা মাইদাবাড়ি মায়াপুরী যাওয়ার রাস্তার বেহাল দশায় পরিণত হয়েছে। কিন্তু সম্প্রতি নির্মাণ কাজ শুরু হলেও ওই এলাকাট এক ব্যক্তি বাঁধা দেওয়া কাজ বন্ধ হয়ে গিয়েছে। এরই প্রতিবাদে অবরোধে বসে মাইদাবাড়ি এলাকার লোকজনরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে, দূর্ভোগের শিকার হতে হয়েছে নিত্য যাত্রীদের। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস এবং মাতারবাড়ি ব্লকের অন্যান্য আধিকারিকরা।

তাঁদের দাবি, এলাকার বিধায়ক অভিষেক দেবরায় এলাকাবাসীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণের লক্ষ্য নিয়ে দাতারাম মায়াপুরি থেকে গর্জি যাওয়ার একটি রাস্তা নির্মাণ করার জন্য উদ্যোগ নিয়েছিলেন। তখনই রাস্তা করার সময় এলাকারই এক ব্যক্তি বাধা দেয় এবং রাস্তা নির্মাণের ইট নিয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের। তাতে রাস্তার নির্মাণ কাজ বন্ধ হয়ে রয়েছে। আজ এরই প্রতিবাদে স্থানীয়রা রাস্তা অবরোধে বসেন।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস এবং মাতারবাড়ি ব্লকের অন্যান্য আধিকারিকরা। তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন এবং আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে রাস্তা অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।