গুয়াহাটি, ১৪ জুন : আসামের ধুবড়ি জেলায় সাম্প্রদায়িক উত্তেজনার জেরে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে এই তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একইসঙ্গে তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল শুক্রবার রাতেই ‘শুট-অ্যাট-সাইট’ (দেখামাত্র গুলি চালানোর) নির্দেশ জারি করা হয়।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ধুবড়ি জেলার পুলিশ সুপার নবীন সিংকে বদলি করে তাঁর জায়গায় হাইলাকান্দির এসএসপি লীনা ডোলেই-কে দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এক্স -এ লেখেন, “ধুবড়িতে গো-মাথা সংক্রান্ত ঘটনায় রাতে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।” তাঁর বক্তব্য, ৭ জুন ঈদের দিন ধুবড়ি শহরের এক হনুমান মন্দিরের সামনে একটি গরুর মাথা পাওয়া যায়। পরদিন ফের ওই একই স্থানে গরুর মাথা রাখা হয়, যার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের খবর পাওয়া যায়। জেলা প্রশাসন ৯ জুন বিএনএসএস১৬৩ ধারা জারি করলেও ১০ জুন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় তা প্রত্যাহার করা হয়।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সীমান্তবর্তী এই জেলায় অশান্তি ছড়াতে একটি উগ্রপন্থী সংগঠন সক্রিয় হয়ে উঠেছে। ওই সংগঠনটির নাম ‘নবীন বাংলা’, যারা ধুবড়িকে বাংলাদেশে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে পোস্টার লাগিয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তরফে নজরদারি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

