নিউ দিল্লি/আহমেদাবাদ, ১৩ জুন: প্রাক্তন গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী বিজয় রূপানি আহমেদাবাদে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাঁর এই অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স-এ পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী লেখেন, “শ্রী বিজয়ভাই রূপানি জির পরিবারকে সাক্ষাৎ করলাম। এটা ভাবাই যায় না যে বিজয়ভাই আর আমাদের মাঝে নেই। আমরা বহু দশক ধরে একসঙ্গে কাজ করেছি। তিনি অত্যন্ত নম্র, পরিশ্রমী ও পার্টির আদর্শে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। নানা দায়িত্বে দক্ষতার সঙ্গে কাজ করে গুজরাটের মুখ্যমন্ত্রী পদেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন।”
প্রধানমন্ত্রী স্মরণ করেন, “রাজকোট মিউনিসিপাল কর্পোরেশন থেকে শুরু করে রাজ্যসভা সাংসদ, গুজরাট বিজেপির সভাপতি, রাজ্য সরকারের মন্ত্রী হিসেবে তিনি যে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, তা অতুলনীয়। মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর সময়কালে গুজরাটের উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়, বিশেষ করে নাগরিক জীবনে সুবিধা বৃদ্ধির লক্ষ্যে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “তাঁর সঙ্গে বহু স্মরণীয় মুহূর্ত রয়েছে, যা আমি চিরকাল মনে রাখব। এই শোকের সময়ে আমি তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।”
গভীর শোক ও উদ্বেগের আবহে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আহমেদাবাদে যান। সেখানে ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে তিনি আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। আহতদের মধ্যে ছিলেন একমাত্র জীবিত উদ্ধারকৃত যাত্রীও।
এক্স-এ পৃথক পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, “আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর আহতদের, যার মধ্যে একমাত্র জীবিত যাত্রীও রয়েছেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করলাম। এই কঠিন সময়ে আমরা তাঁদের ও তাঁদের পরিবারের সঙ্গে আছি। সমগ্র জাতি তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছে।”
পরবর্তী পর্যায়ে, প্রধানমন্ত্রী আহমেদাবাদ বিমানবন্দরে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। তিনি উদ্ধার ও ত্রাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন।
এরপর প্রধানমন্ত্রী দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান এবং সেখানে চলমান উদ্ধার কার্যক্রমে নিযুক্ত দলগুলির সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনা আমাদের সকলকে স্তব্ধ করে দিয়েছে। এতগুলো প্রাণ এক নিমেষে হারিয়ে যাওয়া বেদনাদায়ক। আমরা শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে আছি। তাঁদের বেদনা ভাষায় প্রকাশ করা যায় না। এই শূন্যতা বহুদিন অনুভূত হবে। ওম শান্তি।”
এক্সে আরও এক পোস্টে তিনি লেখেন, “আজ আহমেদাবাদে দুর্ঘটনাস্থল পরিদর্শন করলাম। ধ্বংসের দৃশ্য অত্যন্ত বেদনাদায়ক। উদ্ধার কাজে নিয়োজিত দলগুলির সঙ্গে সাক্ষাৎ করলাম। আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ, এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছি।”
এই ভয়াবহ দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এবং জাতি একযোগে প্রার্থনা করছে নিহতদের আত্মার শান্তির জন্য।
2025-06-13

