বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান সহ ১০ দফা দাবিতে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ১১ জুন : বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান সহ ১০ দফা দাবিতে আশ্রম চৌমুহনী আগরতলা পুর নিগমের পূর্ব জোনাল অফিসের আধিকারিকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএমের এক নেতা বলেন,আগরতলার দক্ষিণ চন্দ্রপুর, চন্দ্রপুর, ইন্দ্রনগর, শিবনগর প্রভৃতি এলাকার জনগণ প্রতিবছর নিয়মিতভাবে বছরে এক বা একাধিক বার বন্যার শিকার হচ্ছেন। তাদের সমস্যাগুলি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা প্রয়োজন।

তাই সিপিআইএমের তরফ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান করা,
আগরতলায় বন্যার জল না জমার রাজ্য সরকারের দেওয়া নির্বাচনীপূর্ব প্রতিশ্রুতি কার্যকর করা, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অবিলম্বে জনস্বাস্থ্য রক্ষায় স্যানিটাইজেশন করার ব্যবস্থা করা, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি উদ্যোগে স্বাস্থ্য শিবির করার ব্যবস্থা করার দাবি জানিয়েছে।

পাশাপাশি, সহায় – সম্বলহীন মানুষ যারা শিবির থেকে ঘরে ফিরেছেন তাদের অন্ততপক্ষে ১৫ দিন সরকারি উদ্যোগে কাজ প্রদান করা, সাম্প্রতিক বন্যায় যে সমস্ত রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দ্রুত মেরামতের ব্যবস্থা করা, হাওড়া নদী ও কাটাখালের নাব্যতা বৃদ্ধিতে জরুরী ভিত্তিতে উদ্যোগ নিতে হবে এবং কাটাখালের বাঁধ সংস্কারে ধারাবাহিক নজরদারী রাখা সহ বর্ষার আগাম ভবিষ্যৎ বিবেচনায় রেখে এখন থেকেই আপাতকালীন পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় বোট, উদ্ধারকর্মী দল, ড্রেন সংস্কার, অবৈধ নির্মান বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হোক।