ফিল্টার বন্টনে অনিয়মের অভিযোগ খোয়াইয়ে

filterনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ ডিসেম্বর৷৷ খোয়াই পুর পরিষদের উদ্যোগে জনগণকে ফিল্টার বিতরণ করা হয় যা অবশ্যই প্রশংসার দাবি রাখে৷ কিন্তু  জনগণের প্রশ্ণ হল খোয়াই পুর এলাকায় ফিল্টার কাদের দেওয়া হল? এবং বর্তমানে ফিল্টারগুলি বিশুদ্ধ পানীয় জল দিচ্ছে কিনা? কানপাতলেই শোনা যায় বেশ কিছু ফিল্টার বিতরণ না করে টাউন হলের ভেতর রেখে দেওয়া হয়েছে৷ কিন্তু ফিল্টার এদিক ওদিক হয়ে গেছে৷ জনমনে  স্বভাবতই প্রশ্ণ জাগতে শুরু করেছে, যদি গরিব মানুষের জন্য ফিল্টারগুলি কেনা হয়ে থাকে তবে এগুলি বিতরণ করা হল না কেন? ফেলে রাখা ফিল্টারগুলির দিনের পর দিন সংখ্যা কমছে কেন? কেন পুর পরিষদ অফিসের পেছনে বাঁধের পার বসতিগুলিতে বসবাসকারী শ্রমজীবী অংশের মানুষ যাদের ফিল্টার কেনার সামর্থ্য নেই, তাদের মধ্যে বিলিয়ে দেওয়া হল না৷ তবে তো ফিল্টারগুলি এদিক ওদিক যেত না৷ তাই অবশিষ্ট ফিল্টারগুলি গরিব অংশের মানুষের মধ্যে বিতরণ করে দায় মুক্ত হউক পুর পরিষদ, এমনটাই চাইছেন জনসাধারণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *