ট্রাফিক নিয়ম সংক্রান্ত বিষয় নিয়ে সচেতনতামূলক কর্মসূচি

আগরতলা, ৭ জুন: সঞ্জীবনী সামাজিক সংস্থার পক্ষ থেকে শনিবার আইজিএম হাসপাতাল চৌমুহনীতে ট্রাফিক নিয়ম সংক্রান্ত বিষয় নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।

রাজ্যে পথ দুর্ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন মানুষ। অনেকেই পঙ্গুত্বের জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন। পথ দুর্ঘটনা রোধে ট্রাফিক পুলিশ পদক্ষেপ গ্রহণ করলেও বাস্তবে তাতে মানুষ সঠিকভাবে সচেতন হচ্ছে না। আবার অনেকে জেনেশুনেও ট্রাফিক রুলস মানছে না। স্বাভাবিক কারণেই রাজ্যে পথ দুর্ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলেছে।

ট্রাফিক পুলিশের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থা জনগণকে ট্রাফিক রুলস সম্পর্কে সচেতন করতে প্রতিনিয়তই সচেতনতামূলক কর্মসূচি পালন করে চলেছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবেই সঞ্জীবনী সামাজিক সংস্থা শনিবার আগরতলা শহরের প্রাণকেন্দ্র আইজিএম হাসপাতাল চৌমুহনীতে জনগণকে সচেতন করতে এক কর্মসূচি পালন করে। সংস্থার স্বেচ্ছাসেবীরা পথ চলতে জনগণ বাইক চালক ও যানবাহন চালকদের ট্রাফিক রুলস মেনে চলার জন্য সচেতন করেন।

তারা প্রত্যেককে বুঝাতে চেষ্টা করেন ট্রাফিক রুলস মেনে বাইক চালানোর সময় হেলমেট পরিধান করতে হবে। সহ যাত্রীর মাথায়ও হেলমেট থাকা আবশ্যক। যানবাহন চালানোর ক্ষেত্রে সিট বেল্ট বেঁধে যানবাহন চালাতে হবে। অত্যধিক গতিবেগে যানবাহন চলাচল করা যাবে না।

যানবাহন চালকদের পাশাপাশি পথ চলতে মানুষজন কেউ পথ চলাচলের ক্ষেত্রে নিয়ম-কানুন মেনে চলতে হবে। এসব নিয়মকানুন সঠিকভাবে মেনে চললেই পথ দুর্ঘটনা অনেকটাই হ্রাস করা যাবে বলে মনে করেন সঞ্জীবনী সামাজিক সংস্থার স্বেচ্ছাসেবীরা। এজন্য তারা প্রত্যেকের কাছে ট্রাফিক রুলস সঠিকভাবে মেনে চলাচল করার জন্য আহ্বান জানিয়েছেন।