খোয়াই নদীর দাপটে অস্তিত্ব সঙ্কটে সাধারণ মানুষের

আগরতলা, ৫ জুন : খোয়াই নদীর ভাঙনে তলিয়ে যাচ্ছে সাধারণ মানুষের বহু বাড়ি ঘর। অবিলম্বে নদীর ভাঙ্গন রোধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোরালো দাবি উঠছে এলাকাবাসীর পক্ষ থেকে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, খোয়াই আর ডি ব্লকের অন্তর্গত পশ্চিম গনকী গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের প্রায় দেড় শতাধিক পরিবার খোয়াই নদীর ভাঙ্গন নিয়ে ব্যাপক আতঙ্কিত। এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন, খোয়াই নদীতে ওয়ার্টার টিটমেন্ট প্লান্টের গভীর নলকূপ বসানোর পর থেকে খোয়াই নদীর জলের গতিবেগ ডান দিকে মোড় নিতে শুরু করে। তাতে প্রতিবছর নদীর জলে আশপাশের মানুষজনের ঘরবাড়ি ভেঙ্গে চলে যাচ্ছে নদী গর্ভে। নদীর পাড় ভাঙ্গন রোধে গ্রামের মানুষজন বহু জায়গায় সংস্কারের জন্য দৌড়ঝাঁপ করলেও কোন কাজে আসেনি। ফলে গ্রামীন এলাকার এই সমস্যা সমাধানে প্রশাসনের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাতে আরোও বিপাকে পড়তে হচ্ছে গ্রামের মানুষজনদের।