BRAKING NEWS

১৫ জানুয়ারী থেকেই শুরু করতে হবে রিয়াং শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া, কড়া নির্দেশ সিংলা’র

naisingpara-reang-campবিশেষ প্রতিনিধি, কাঞ্চনপুর, ৮ ডিসেম্বর৷৷ রিয়াং শরণার্থীদের মিজোরামে ফিরে যেতেই হবে৷ এক্ষেত্রে তাদের শর্ত পুরোটা মানবে না কেন্দ্রীয় সরকার৷ আগামী ১৫ জানুয়ারি রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তনের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ সচিব মহেশ কুমার সিংলা৷ তবে, রিয়াং শরণার্থীদের দাবিগুলির মধ্যে দুটি দাবি মেনে নিতে আপত্তি করেননি তিনি৷ শ্রী সিংলা রিয়াং শরণার্থীদের আশ্বস্ত করে গেছেন, মিজোরামে ফিরে যাওয়ার ক্ষেত্রে তাদের দাবিগুলির মধ্যে মন্দির নির্মাণ এবং ঘরের পরিধি বাড়ানোর বিষয়টি মেনে নেওয়া হবে৷ সূত্রের খবর, রিয়াং শরণার্থীরা ১০´১০০ মিটার ঘরের দাবির ভিত্তিতে তাদের ২´২০ মিটার ব্যাসার্ধের থেকে আরেকটু বাড়িয়ে ঘর নির্মাণ করে দেওয়া হবে৷ পাশাপাশি তাদের দাবি অনুযায়ী, মন্দির নির্মাণে আপত্তি নেই বলে রিয়াং শরণার্থীদের জানিয়েছেন তিনি৷ এক্ষেত্রে তারাই ঠিক করবে কোথায় এবং কি মন্দির নির্মাণ করা হবে৷
বৃহস্পতিবার রিয়াং শরণার্থী শিবির পরিদর্শনে গিয়ে তাদের সাথে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ সচিব৷ রিয়াং শরণার্থীরা তাঁর কাছে তাদের দাবিগুলি আবারও তুলে ধরেন৷ কিন্তু তাদের কোন দাবিই আর পাত্তা দেননি তিনি৷ স্পষ্টভাবে তাদের জানিয়ে দেন, শর্ত ছাড়াই তাদের মিজোরামে ফিরে যেতে হবে৷ এক্ষেত্রে কোন ধরনের আপত্তি কেন্দ্রীয় সরকার এবার বরদাস্ত করবে না৷
সূত্রের খবর, মিজোরাম এবং ত্রিপুরা সরকারকে আগামী ১৫ জানুয়ারি থেকে রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু করার জন্য নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ সচিব৷ রাজ্যে আশ্রিত মোট ৩৪ হাজার শরণার্থী চিহ্ণিত হয়েছেন৷ মিজোরাম সরকার শরণার্থী চিহ্ণিতকরণ প্রক্রিয়া সম্পন্ন করে রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ সচিবের কাছে পেশ করেছে৷ সূত্রের খবর, রিয়াং শরণার্থী প্রত্যাবর্তনে সমস্ত কিছু সুনিশ্চিত করার জন্য দুই রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের তিনি নির্দেশ দিয়েছেন৷ এক্ষেত্রে কোন ধরনের সহায়তার প্রয়োজন হলে কেন্দ্রীয় সরকারের কাছে জানালে সেই মোতাবেক ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়ে গেছেন৷
উল্লেখ্য, রিয়া শরণার্থীদের দাবিগুলির মধ্যে অন্যতম ছিল সকলকে একটা জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা যেন করা হয়৷ কিন্তু জমির সমস্যার কারণে এই ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না৷ ফলে, রিয়াং শরণার্থীদের মিজোরামে কোলাশিব, লুংলে এবং মমিথ জেলাতে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে৷
সূত্রের খবর, কেন্দ্রের এই কড়া নির্দেশে রিয়াং শরণার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ বিশেষ করে রিয়াং শরণার্থীদের প্রতিনিধিরা চটে লাল হয়ে গেছেন৷ তাদের বক্তব্য, নিঃশর্তে মিজোরামে ফিরে যাওয়া কোন মতেই সম্ভব নয়৷ ফলে, যেহেতু তাঁদের সমস্ত দাবি মেনে নিচ্ছে না কেন্দ্রীয় সরকার, সেক্ষেত্রে রিয়াং প্রত্যাবর্তন প্রক্রিয়া আদৌ কতটা সফল হবে তা নিয়েই প্রশ্ণ উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *