নতুন দিল্লি, ৫ জুন: কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লিতে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং ‘একটি গাছ মায়ের নামে’ অভিযানের দ্বিতীয় পর্যায় তথা অভিযান-2.0-এর আনুষ্ঠানিক সূচনা করেন।
এই উপলক্ষে মন্ত্রী মিশন লাইফ উদ্যোগের আওতায় ইকো ক্লাবগুলোর কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ ওয়েব পোর্টাল, অভিযানের জন্য একটি বিশেষ মডিউল এবং একটি নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন।
মন্ত্রী প্রধান বলেন, ভারতের কার্বন নিঃসরণ বর্তমানে ইচ্ছাকৃত সীমার নিচে রয়েছে এবং ২০৭০ সালের মধ্যে নেট জিরো অর্জনের লক্ষ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে হবে। তিনি প্রতিটি জীবের অস্তিত্বে বৃক্ষের অপরিহার্য ভূমিকার কথাও তুলে ধরেন।
তিনি আরও জানান, বর্তমানে বিশ্বে প্রায় ৪০০ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদিত হচ্ছে, যার মধ্যে মাত্র ১০ শতাংশ পুনঃব্যবহারযোগ্য। পরিবেশ রক্ষায় প্লাস্টিক ব্যবহারে রাশ টানা এবং টেকসই উন্নয়ন নীতির বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
এই কর্মসূচি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে এবং সব স্তরের মানুষকে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

