আগরতলা, ৪ জুন: দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত দক্ষিণ ত্রিপুরা নিবাসী মনি দের উন্নত চিকিৎসা জন্য পিএম রিলিফ ফান্ডের তরফ থেকে আর্থিক সাহায্য করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব।
আজ সামাজিক মাধ্যমে সাংসদ বিপ্লব কুমার দেব লেখেন, দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত দক্ষিণ ত্রিপুরা নিবাসী মনি দে। তিনি উন্নত চিকিৎসা সহায়তার জন্য সাংসদ বিপ্লবের কদছে আবেদন জানিয়েছিলেন। তিনি তৎক্ষণাৎ পিএম রিলিফ ফান্ডের জন্য চিঠি লিখেছিলেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে, ক্যান্সার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে শুধুমাত্র তিন লক্ষ টাকার অনুমোদন দেওয়া হয়ে। অতি অল্প সময়ে বিষয়টির গুরত্ব অনুভব করে উন্নত চিকিৎসার জন্য ৩ লক্ষ টাকা মঞ্জুর করার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাংসদ বিপ্লব।

