মুম্বই, ২ জুন : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ রবিবার নাসিক কালেক্টর অফিসে এক উচ্চপর্যায়ের বৈঠকে ২০২৬ সালের সিমহস্থ কুম্ভ মেলার গুরুত্বপূর্ণ দিনগুলির ঘোষণা করেছেন।
বৈঠকে জানানো হয়েছে, ত্র্যম্বকেশ্বর, রামকুণ্ড এবং পাঁচবটিতে ‘ধ্বজারোহণ’ (পতাকা উত্তোলন) এর মাধ্যমে সিমহস্থ কুম্ভ মেলা শুরু হবে ২০২৬ সালের ৩১ অক্টোবর। মেলা চলবে দীর্ঘ প্রায় ২১ মাস, ধ্বজাঙ্কন (পতাকা নামানো)-র মাধ্যমে শেষ হবে ২৪ জুলাই, ২০২৮।
মুখ্য স্নান দিবসগুলির মধ্যে রয়েছে, ২০২৭ সালের নাসিকে হবে ২৯ জুলাই নগর পদক্ষিণা (নগর পরিক্রমা), ২ আগস্ট প্রথম অমৃত স্নান, ৩১ আগস্ট দ্বিতীয় অমৃত স্নান। তৃতীয় ও শেষ অমৃত স্নান নাসিকে হবে ১১ সেপ্টেম্বর এবং ত্র্যম্বকেশ্বরে ১২ সেপ্টেম্বর।
বৈঠকে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতির বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, “মেলা উপলক্ষে ৪০০০ কোটির প্রকল্পের টেন্ডার ইতিমধ্যে জারি করা হয়েছে এবং আরও ২০০০ কোটির প্রকল্প শীঘ্রই ঘোষণা করা হবে। গঙ্গার সহোদরা নদী গোদাবরীর পরিশোধন, স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ এবং সাধুগ্রামের জন্য জমি অধিগ্রহণের কাজও চলমান।”
মেলা চলাকালীন ভিড় নিয়ন্ত্রণ প্রসঙ্গে ফড়নবিশ বলেন, “অমৃত স্নানের তারিখ আগে থেকেই ঘোষণা করা হয়েছে। এত দীর্ঘ সময় ধরে মেলা চলবে, তাই ভক্তদের একসাথে না এসে নিজেদের সময় ভাগ করে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এতে করে কোনও ধরনের পদদলিতের পরিস্থিতি এড়ানো যাবে।”
মুখ্যমন্ত্রী আরও জানান, বৈঠকে দেশের ১৩টি প্রধান আখড়ার সাধুসন্ত ও পুরোহিত সংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেলার পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে তাঁদের বিস্তারিত তথ্য জানানো হয়েছে।এদিকে, ওই বৈঠকে প্রয়াগরাজে সদ্যসমাপ্ত কুম্ভ মেলার অভিজ্ঞতা তুলে ধরে মহন্ত রাজেন্দ্রদাস মহারাজ একটি প্রস্তাব রাখেন, ঐতিহ্যবাহী ‘শাহী স্নান’-এর পরিবর্তে ‘অমৃত স্নান’ নামে ডাকা হোক। মুখ্যমন্ত্রী এই প্রস্তাব গ্রহণ করেন।

