ধর্মনগরে বন্যা পরিস্থিতি: জনজীবন বিপর্যস্ত, বহু পরিবার আশ্রয়হীন

ধর্মনগর, ১লা জুন : ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর মহকুমা টানা বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যার কবলে পড়েছে। গত কয়েকদিনের অবিরাম বর্ষণে ধর্মনগরের সিগন্যাল বস্তি, কামেশ্বর সহ বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণভাবে প্লাবিত হয়েছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বেশিরভাগ এলাকাতেই সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এর প্রভাবে বহু পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। এদের মধ্যে অনেকেই স্থানীয় ত্রাণ শিবিরগুলিতে ঠাঁই নিয়েছেন।

বন্যার কারণে শুধু জনজীবনই নয়, ব্যাপক ক্ষতি হয়েছে কৃষিজমিরও। বিস্তীর্ণ কৃষিজমি জলের তলায় চলে যাওয়ায় কৃষকরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তাদের আশঙ্কা, এই বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হবে।

স্থানীয় প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় ভূমিকা নিয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে বিপদগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণ ও উদ্ধার কাজ পুরোদমে চলছে এবং দুর্গতদের সবরকম সহায়তা প্রদানের চেষ্টা করা হচ্ছে। প্রশাসন জনগণকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার আহ্বান জানিয়েছে।

বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোও তৎপরতা দেখাচ্ছে। সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে। তবে, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, ধর্মনগরে স্বাভাবিক জনজীবন ফিরতে আরও কিছুদিন সময় লাগবে।