তেলিয়ামুড়া, ২৯ মে —দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে থাকা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের সংযুক্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন একাধিক গর্তে ভরা। এই রাস্তায় যাতায়াতে রোগী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে। বিশেষত প্রসূতি মায়েদের হাসপাতালে পৌঁছাতে গিয়ে সমস্যার মাত্রা আরও বেড়েছে। এই করুণ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে যান তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের মাননীয়া বিধায়িকা ও রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়।
পরিদর্শনের সময় বিধায়িকা দেখেন, বহিরাজ্যের ঠিকাদারি সংস্থা ‘ভাবিয়া কনস্ট্রাকশন’ গত এক বছর আগে কাজ শুরু করলেও এখনো পর্যন্ত রাস্তার সংস্কারে কার্যত কোনো অগ্রগতি নেই। রাস্তাটি বড় বড় গর্তে পরিণত হয়েছে, আর বর্ষা মরসুমের প্রাক্কালে এই অবস্থা আরও ভয়াবহ আকার নিচ্ছে। জনস্বার্থে চরম অবহেলার অভিযোগ তুলে, বিধায়িকা সংস্থার ম্যানেজারকে তীব্র ভাষায় ভর্ৎসনা করেন এবং দ্রুত সময়সীমার মধ্যে গুণগতমান বজায় রেখে কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন।
তিনি বলেন, “জনগণের টাকায় বরাদ্দ এই প্রকল্পের একবিন্দু অপচয় বরদাস্ত করা হবে না। এই দায়িত্বহীনতা জনগণের সঙ্গে সরাসরি প্রতারণা।” তিনি আরও বলেন, “একটি রাস্তা মানে শুধু ইট-পাথর নয়, এটি একজন রোগীর বাঁচার আশা, একজন মায়ের উদ্বেগ।”
বিধায়িকার এই তৎপরতায় এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং তাঁর কার্যকর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে।
একই দিনে বিধায়িকা কল্যাণী সাহা রায় তেলিয়ামুড়া শহরের ভেন্ডার জোন ও নাগরিক পরিকাঠামোর উন্নয়নের লক্ষ্যে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারম্যান রূপক সরকার, টিইউডিএ -র আধিকারিক, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য প্রতিনিধিরা।
জনগণের স্বার্থে এমন সক্রিয় নজরদারি ও প্রশাসনিক তৎপরতা আগামী দিনে আরও উন্নয়নের আশ্বাস জাগিয়েছে বলে মত স্থানীয়দের।
2025-05-29

