ভারতবর্ষের উন্নয়নে সবসময় বিরোধিতা করে বামপন্থীরা: মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে:
ভারতবর্ষের উন্নয়নে সবসময় বিরোধিতা করে বামপন্থীরা, বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক কুমার মজুমদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে দেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেন। প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী দেশের সকল জনগণের উদ্দেশ্যে সম্বোধন করেন। আজ তার ১২২ তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। পুর নিগমের ১৫ নং ওয়ার্ডের উদ্যোগে ওয়ার্ড এলাকায় আজ মোদিজীর মন কি বাত অনুষ্ঠান শ্রবন করার ব্যবস্থা করা হয়। সেখানে ১২২ তম মোদিজীর মন কি বাত অনুষ্ঠান শ্রবন করেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর নিবাস দাস ,রামনগর বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা।

এদিন মেয়র অনুষ্ঠান শেষে সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ভারতের উন্নয়নের সব সময় বিরোধিতা করে চলেছে বামপন্থীরা। মাওবাদী দমনে সরকার যখন সাফল্য পাচ্ছে যখন মাওবাদী অধ্যুষিত এলাকায় জনজীবন সাধারণ হচ্ছে তখন তারা মাওবাদীদের পক্ষ নিয়ে রাজনীতির ময়দানে উত্তীর্ণ হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর মন কি বাত এ উঠানো বিভিন্ন বিষয় নিয়েও বলেন তিনি। বিশেষ করে অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে কথা বলেন তিনি।

আজকের এই মন কি বাত অনুষ্ঠানে অপারেশন সিন্দুরের সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের সেনাদের প্রতি আমার গর্ব হয়। পাশাপাশি মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের পর ঝাড়খণ্ড সহ মাওবাদী অধ্যুষিত এলাকায় জনজীবন সাধারণ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নর্থ ইস্ট সামিটে অংশগ্রহণ করেছিলেন। আজ এই মন কি বাত অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের ভূয়সী প্রশংসা করেন তিনি।

এক মাসের মত বাকি আছে আন্তর্জাতিক যোগা দিবসের। সুস্থ থাকার লক্ষ্যে সকলকে যোগার সঙ্গে যুক্ত হতে আহবান রাখেন তিনি।পাশাপাশি দেশবাসীর প্রতি ব্যবহৃত কাগজের রিসাইকলিং করার আহবানও রাখেন তিনি।