বিশ্রামগঞ্জে সিপিআইএম-এর রিপোর্টিং সভা, উপস্থিত ছিলেন মানিক সরকার ও ভানু লাল সাহা

বিশালগড়, ২৫ মে: সিপিআইএম বিশালগড় কমিটির উদ্যোগে রবিবার দুপুরে বিশ্রামগঞ্জের শচীন দেববর্মন কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো পার্টির ২৪তম পার্টি কংগ্রেসের রিপোর্টিং সভা।

এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় পার্টির সর্বভারতীয় স্তরে অনুষ্ঠিত কংগ্রেসের বিস্তারিত রিপোর্ট উপস্থাপন করা হয় এবং দলের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়।

সভায় বিভিন্ন কর্মী ও নেতারা অংশগ্রহণ করেন এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠন মজবুত করার উপায় নিয়ে আলোচনা করেন। মানিক সরকার তাঁর বক্তব্যে কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির সমালোচনা করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য পার্টির ভূমিকা জোরদার করার আহ্বান জানান।