নয়াদিল্লি, ২২ মে — পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদকে আন্তর্জাতিক পরিসরে উন্মোচন করার উদ্দেশ্যে ডিএমকে সাংসদ কানিমোঝি কারুণানিধির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঁচটি দেশের সফরের জন্য রওনা দিয়েছে। এই প্রতিনিধিদল স্পেন, গ্রিস, স্লোভেনিয়া, লাতভিয়া এবং রাশিয়া সফর করবে।
সফরের পূর্বে কানিমোঝি কারুণানিধি জানান, “আমাদের উদ্দেশ্য হল বিশ্বের কাছে তুলে ধরা যে সন্ত্রাসবাদের কারণে ভারতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং এমন একটি বিশ্ববিপর্যয়মূলক শক্তির বিরুদ্ধে কোনো দেশই নিরব থাকতে পারে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বকে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হতে হবে।”
এর আগে, জনতা দল (ইউনাইটেড)-এর সাংসদ সঞ্জয় কুমার ঝা-এর নেতৃত্বাধীন অপর একটি প্রতিনিধিদল জাপানে পৌঁছেছে। সেখানে তারা ভারতীয় রাষ্ট্রদূত সিবি জর্জের সঙ্গে সাক্ষাৎ করেন। ঝা বলেন, “শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের বিষয়ে ভারত ও জাপানের দৃষ্টিভঙ্গি এক। এই সফর আমাদের কূটনৈতিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।” এই প্রতিনিধিদল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও সিঙ্গাপুর সফর করবে।
শিবসেনা সাংসদ শ্রিকান্ত শিন্ডের নেতৃত্বাধীন একটি তৃতীয় প্রতিনিধিদল সংযুক্ত আরব আমিরাত, লাইবেরিয়া, কঙ্গো ও সিয়েরা লিওন সফরে যাচ্ছে। সফরের প্রথম ধাপে তারা সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে।
উল্লেখ্য, পাকিস্তানের ষড়যন্ত্র ও ভারতের সাফল্যমণ্ডিত সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিন্দুর’-এর আন্তর্জাতিক প্রচারের উদ্দেশ্যে সাতটি বহুদলীয় প্রতিনিধিদল গঠিত হয়েছে। আগামী দিনে আরও চারটি প্রতিনিধিদল বিভিন্ন দেশে রওনা দেবে।

