আগরতলা, ২১ মে :জম্পুইজলা ব্লকের অন্তর্গত গোবিন্দ ঠাকুরপাড়া এলাকায় গভীর রাতে এক কলেজ ছাত্রের বাইক চুরি যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বিধি দেববর্মার পুত্র রোহন দেববর্মার বাড়ি থেকে মঙ্গলবার গভীর রাতে বাইক চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা।
সূত্রে জানা গেছে, রোহন দেববর্মা খুমলুং ডিগ্রি কলেজের ছাত্র এবং বর্তমানে খুমলুং হোস্টেলে থেকে পড়াশোনা করছে। এক-দু’দিনের জন্য সে বাড়িতে বেড়াতে এসেছিল। তার বাইকটি বাড়ির বারান্দায় রাখা ছিল।
মঙ্গলবার রাতে পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে রোহন। তবে বুধবার সকালে ঘুম থেকে উঠে সে দেখে বাইকটি নির্ধারিত জায়গায় নেই। বাইক না পেয়ে চিৎকার করে উঠলে, পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় গ্রামবাসীরাও ঘটনাস্থলে ছুটে আসে।
স্থানীয়ভাবে ব্যাপক খোঁজাখুঁজি করেও বাইকটির কোনও হদিস মেলেনি। অবশেষে জম্পুইজলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে রোহনের পরিবার।
রোহনের বাবা বিধি দেববর্মা সংবাদমাধ্যমকে জানান, “এলাকায় এর আগে কখনও বাইক চুরির ঘটনা ঘটেনি। আমাদের পরিবার খুবই গরিব। বহু কষ্টে ছেলের জন্য একটি বাইক কিনে দিতে পেরেছিলাম। আবার নতুন করে বাইক কেনার সামর্থ্য নেই আমার।”
ঘটনার পর হতাশ রোহন একেবারে মানসিকভাবে ভেঙে পড়েছে এবং ঘরের এক কোণে নিশ্চুপ হয়ে বসে রয়েছে। তার বাবা আশঙ্কা প্রকাশ করে বলেন, “এই হতাশা ও মানসিক চাপ তার পড়াশোনায় মারাত্মক প্রভাব ফেলতে পারে।”
ঘটনার খবর পেয়ে বুধবার সকালে জম্পুইজলা থানার পুলিশ রোহনের বাড়িতে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, একটি বাইক চুরির মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে।
এই প্রথম গোবিন্দ ঠাকুরপাড়া এলাকায় বাড়ির ভেতর থেকে বাইক চুরির ঘটনা সামনে আসায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা এলাকায় রাত্রীকালীন টহল বাড়ানোর দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।
2025-05-21

