গাড়ির ধাক্কায় গুরুতর আহত ব্যক্তি

আগরতলা, ২১ মে: গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। আজ দুপুরে উদয়পুরে ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে ঘাতক গাড়ি। পুলিশ অটো গাড়িটিকে খুঁজে বার করার জন্য তল্লাশি চালাচ্ছে।

প্রসঙ্গত, যান দুর্ঘটনা কিছুতেই মন্দির নগরী উদয়পুরে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। প্রায় প্রতিদিন উদয়পুর মহকুমায় কোন না কোন জায়গায় দুর্ঘটনা ঘটেই চলছে। পুলিশ কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না দুর্ঘটনা রোধ করার জন্য।

বুধবার উদয়পুর মহারানী আউটপোস্ট এলাকার হিরাপুর তিন গড়িয়া থেকে আনার হোসেন বাইক নিয়ে নিজ বাড়ি থেকে বেরিয়ে মহারানী বাজারে যাচ্ছিলেন। ওই সময় একটি অটো গাড়ি তাকে ধাক্কা দেয়। তাতে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। সাথে সাথে ঘাতক গাড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সঙ্গে সঙ্গে এলাকার লোকজন ছুটে গিয়ে দেখতে পান রাস্তায় পড়ে রয়েছে আনার হোসেন। সাথে সাথে তাঁরা গোমতী জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তার আঘাত গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে স্থানান্তর করেন। পুলিশ অটো গাড়িটিকে খুঁজে বার করার জন্য তল্লাশি চালাচ্ছে।