নয়াদিল্লি/ইসলামাবাদ, ২১ মে : বেলুচিস্তানের খুজদার শহরে একটি স্কুলবাসে সন্দেহভাজন আত্মঘাতী হামলার ঘটনায় ভারতকে দোষারোপ করল পাকিস্তান। তবে ভারত এই অভিযোগকে “ভিত্তিহীন ও বিভ্রান্তিকর” বলে প্রত্যাখ্যান করেছে।
গত বুধবার সকালে খুজদারে একটি আর্মি-চালিত স্কুলের পথে থাকা স্কুলবাসে বিস্ফোরণ ঘটে। বাসটিতে প্রায় ৪০ জন শিক্ষার্থী ছিল, যার মধ্যে ৪ জন শিশু নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। পাকিস্তানের সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলার তীব্র নিন্দা জানান এবং একে “ভারতীয় সন্ত্রাসী প্রোক্সিদের পরিকল্পিত হামলা” বলে দাবি করেন। যদিও এ বিষয়ে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি।
পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া শাখা জানায়, “এই কাপুরুষোচিত ভারত-প্রভাবিত হামলার পরিকল্পনাকারী, সহায়তাকারী ও বাস্তবায়নকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।”
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন,
“খুজদারে হামলার ঘটনায় ভারতের জড়িত থাকার যে অভিযোগ পাকিস্তান করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পাকিস্তান তার নিজস্ব ব্যর্থতা ও বিশ্বব্যাপী সন্ত্রাসের কেন্দ্র হিসেবে নিজেদের পরিচয় আড়াল করতেই এ ধরনের অভিযোগ করে থাকে। এই ধরনের প্রচেষ্টা বিশ্ববাসীর চোখে ধুলো দিতে পারবে না। ভারত সব ধরনের প্রাণহানির ঘটনার নিন্দা জানায় এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে।”
ভারতীয় পক্ষের দাবি, পাকিস্তান নিজের অভ্যন্তরীণ সমস্যাগুলি থেকে দৃষ্টি সরাতে এবং আন্তর্জাতিক মহলের মনোযোগ ঘোরাতে নিয়মিতভাবে ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলে।

