সুন্দরগড়: বিমলগড় রেলওয়ে স্টেশনের কাছে মালগাড়ি লাইনচ্যুত, ট্রেন চলাচলে বিঘ্ন

সুন্দরগড়, ১৮ মে: সুন্দরগড় জেলার বিমলগড় রেলওয়ে স্টেশনের কাছে ড্যামবস্তি এলাকায় একটি মালগাড়ির চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এর ফলে ওই লাইনে ট্রেন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে।
সূত্র অনুযায়ী, বিওএসএম৭৭৯ নম্বরের মালগাড়িটি রক্সি রেলওয়ে সাইডিং থেকে ড্যামবস্তির দিকে যাচ্ছিল। এই দুর্ঘটনা ঘটে যাওয়ার পরপরই রেলওয়ে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামতের কাজ শুরু করেন। 
এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চক্রধরপুর রেলওয়ে ডিভিশনের ডিএম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পুনরুদ্ধার কাজ তদারকি করছেন বলে জানা গেছে। 
এই ট্রেনটি লাইনচ্যুত হওয়ার নির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর রেলওয়ে কর্মীরা দ্রুত উদ্ধার ও মেরামতের কাজ শুরু করেছেন এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দ্রুত ট্র্যাক মেরামত ও লাইনচ্যুত বগিগুলি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। 
দুর্ঘটনার কারণে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তদন্ত শেষে কর্তৃপক্ষ থেকে কারণ জানানো হতে পারে, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।