অল-পার্টি বিদেশ সফর: গৌরব গগৈয়ের মনোনয়নে অসমের মুখ্যমন্ত্রীর আপত্তি, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে বাদ দেওয়ার’ আর্জি

গুয়াহাটি/নয়াদিল্লি, ১৭ মে: সন্ত্রাসবাদ নিয়ে আন্তর্জাতিক মহলে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে গঠিত অল-পার্টি প্রতিনিধি দলের সদস্য হিসেবে আসামের কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের মনোনয়নে তীব্র আপত্তি তুলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
এক্স-এ এক পোস্টে মুখ্যমন্ত্রী দাবি করেন, “তালিকাভুক্ত এক সাংসদ, যিনি আসাম থেকে নির্বাচিত, তিনি পাকিস্তানে দুই সপ্তাহের একটি দীর্ঘ সফর করেছেন বলে খবর রয়েছে এবং তিনি এখনও তা অস্বীকার করেননি।”
তিনি আরও লেখেন, “বিশ্বস্ত তথ্য অনুযায়ী, ওই সাংসদের স্ত্রী ভারতে কাজ করার সময় পাকিস্তান-ভিত্তিক একটি এনজিও থেকে বেতন পেতেন।”
মুখ্যমন্ত্রী শর্মা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সরাসরি অনুরোধ করে বলেন, “জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে, আমি অনুরোধ করছি এই ব্যক্তিকে এই সংবেদনশীল ও কৌশলগত দলে অন্তর্ভুক্ত করা থেকে বিরত থাকুন।”
এই মন্তব্য আসে একদিন পর, যখন কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ জানান যে চারজন কংগ্রেস সাংসদকে এই প্রতিনিধি দলে পাঠানো হবে, যাঁরা হলেন—প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা, কংগ্রেস লোকসভার উপনেতা গৌরব গগৈ, রাজ্যসভার সাংসদ সৈয়দ নাসির হুসেন, লোকসভার সাংসদ অমরিন্দর সিং রাজা ওয়ারিং (রজা ব্রার)।
জয়রাম রমেশ জানান, “গতকাল সকালে সংসদীয় কার্য মন্ত্রী কিরেন রিজিজু কংগ্রেস সভাপতি ও লোকসভার বিরোধী দলনেতার সঙ্গে কথা বলেন এবং ৪ জন সাংসদের নাম চাওয়া হয়।”
সরকার সম্প্রতি ঘোষণা করেছে যে, সাতটি অল-পার্টি প্রতিনিধি দল মে মাসের শেষ দিকে গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলিতে—বিশেষত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলিতে—পরিদর্শনে যাবে। উদ্দেশ্য, পাকিস্তান থেকে উৎসারিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ‘শূন্য সহনশীলতা’র বার্তা তুলে ধরা, যা পহেলগাঁও সন্ত্রাসী হামলা ও তার জবাবে ‘অপারেশন সিন্ধুর’-এর প্রেক্ষিতে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
এখনও পর্যন্ত গৌরব গগৈ বা কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগগুলির কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে অসমের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে পরিস্থিতি রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে।