নিউ ইয়র্ক, ১৫ মে : বৈশ্বিক অনিশ্চয়তার এই সময়ে গৌতম বুদ্ধের মধ্যম পথের নীতি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি. হরিশ। আন্তর্জাতিক বৌদ্ধ দিবস ‘বেসাক’ উপলক্ষে জাতিসংঘে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পি. হরিশ বলেন, “ভগবান বুদ্ধের শিক্ষাগুলি আজকের অনিশ্চিত সময়ে আমাদের জন্য একটি দিকনির্দেশনা হতে পারে। মধ্যমার্গ বা সংযমের নীতি আজকের সময়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। তাঁর সহজ কিন্তু গভীর শিক্ষা আমাদের পারস্পরিক বিভেদের ঊর্ধ্বে উঠে সার্বজনীন মৈত্রীর বন্ধনে আবদ্ধ হতে উৎসাহিত করে।”
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সভাকক্ষে অনুষ্ঠানে গেরুয়া ও সাদা বসনে সন্ন্যাসী-সন্ন্যাসিনীদের স্তোত্রপাঠে মুখরিত হয় চারপাশ। থাইল্যান্ড ও শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে ২০২৫ সালের আন্তর্জাতিক বেসাক দিবস উদযাপিত হয়।
অনুষ্ঠানে ভিডিও বার্তায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, “বুদ্ধের সহানুভূতি, সহনশীলতা ও নিঃস্বার্থ সেবার শিক্ষাগুলি জাতিসংঘের মূল্যবোধের সঙ্গে গভীরভাবে সঙ্গতিপূর্ণ। বৈশ্বিক চ্যালেঞ্জের সময়ে এই চিরন্তন নীতিগুলো আমাদের সম্মিলিত পথ চলার পথপ্রদর্শক হওয়া উচিত।”
পি. হরিশ বলেন, “ভারত বৌদ্ধ ধর্মের জনপীঠ। বেসাক শুধু একটি উৎসব নয়, এটি আমাদের মধ্যে বিদ্যমান বৌদ্ধ ঐতিহ্য এবং সাংস্কৃতিক বন্ধনকে উদযাপন এবং পুনর্ব্যক্ত করার একটি সুযোগ।”
তিনি জানান, গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সফরের মাধ্যমে এই অভিন্ন ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
থাইল্যান্ড সফরে প্রধানমন্ত্রী মোদি ব্যাংককের বিখ্যাত ওয়াট ফো মন্দিরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংটার্ন শিনাওয়াত্রার সঙ্গে গিয়ে শুয়ে থাকা বুদ্ধের প্রতিমূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রবীণ ভিক্ষুদের উদ্দেশ্যে ‘সংঘদান’ প্রদান করেন।
অন্যদিকে, শ্রীলঙ্কা সফরে মোদি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে আনুরাধাপুরায় অবস্থিত জয়া শ্রী মহা বোধি মন্দিরে প্রার্থনা করেন।
হরিশ বলেন, “এই মন্দির ভারতের সঙ্গে শ্রীলঙ্কার প্রাচীন সভ্যতাগত সম্পর্কের এক অনন্য নিদর্শন। এখানে যে বৃক্ষ রয়েছে, সেটি সেই বোধিবৃক্ষের শাখা, যার নিচে বুদ্ধ সিদ্ধিলাভ করেছিলেন।”

