ভারত সফলভাবে পরীক্ষা করল নিজস্ব ‘ভর্গবাস্ত্র’ অ্যান্টি-ড্রোন সিস্টেম

গোপালপুর, ১৪ মে —সম্প্রতি পাকিস্তানের সঙ্গে চারদিনব্যাপী সংঘর্ষের পর স্বাক্ষরিত যুদ্ধবিরতির কয়েক দিনের মাথায়, ভারত সফলভাবে পরীক্ষা করল নিজস্ব তৈরি ‘ভর্গবাস্ত্র’ নামক একটি অত্যাধুনিক স্বল্পমূল্যের হার্ড-কিল মোডে কাজ করা অ্যান্টি-ড্রোন সিস্টেম। এই সিস্টেমটি গোপালপুরের সীওয়ার্ড ফায়ারিং রেঞ্জে ভারতীয় সেনাবাহিনীর এয়ার ডিফেন্স বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে পরীক্ষিত হয়।
‘ভর্গবাস্ত্র’ সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড (SDAL)-এর মাধ্যমে। এই উন্নয়ন ড্রোন হামলার ক্রমবর্ধমান হুমকির মোকাবেলায় ভারতের সক্ষমতা অনেকটাই বাড়িয়ে তুলল।
১৩ মে তারিখে মোট তিনটি ট্রায়াল অনুষ্ঠিত হয়, দুটি ট্রায়ালে একটি করে মাইক্রো রকেট নিক্ষেপ করা হয়। একটি ট্রায়ালে দুইটি রকেট একসাথে “স্যালভো মোড”-এ মাত্র দুই সেকেন্ডের ব্যবধানে নিক্ষেপ করা হয়। চারটি রকেটই সফলভাবে টার্গেট অর্জনে সক্ষম হয় এবং প্রত্যাশিত প্রযুক্তিগত মান পূরণ করে, যা ভর্গবাস্ত্রের বহুল প্রতীক্ষিত সক্ষমতা প্রমাণ করে।
ভর্গবাস্ত্রের প্রধান বৈশিষ্ট্য হল মাল্টি-লেয়ারড প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত সনাক্তকরণ ও লক্ষ্যবস্তু নির্ধারণ, ভৌগলিক অভিযোজন ও মডুলার গঠন, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত।