আগরতলা, ১৩ মে: নেতিবাচক চিন্তাধারা নিয়ে সরকারের বিরোধিতা করছে বিরোধী দল। রাজ্য সরকারের ভালো কাজগুলোকে মান্যতা দিচ্ছেন না তাঁরা। চিন্তাধারা না বদলালে রাজ্য এগোতে পারবে না। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের দিকে আঙ্গুল তুলে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
এদিন তিনি বলেন, আজ নতুন করে আরও ৯৭৫ জন পুলিশ কনস্টেবল পদে অফার লেটার বিতরণ করা হয়েছে। অনেক বছর পর ত্রিপুরায় রাজ্য পুলিশের ৯৭৫ জনকে অফার লেটার বিতরণ করা হয়েছে। এটা রাজ্য পুলিশের জন্য একটি মাইলফলক। তাঁর কথায়, পুলিশের কাজে কোনো হস্তক্ষেপ নয়। রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠিত করতে এবং আরও শক্তিশালী করতে পুলিশের হাতে সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। সেজন্য পুলিশে আরও নিয়োগ করা হচ্ছে। যাতে আইনের শাসনকে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত করা যায়।
কিন্তু দুঃখের বিষয় ত্রিপুরাতে রাজ্যে আইনের শাসন নেই এবং পুলিশের সামনে বিরোধী দলের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে বলে বিরোধীরা দাবি করছেন। আসলে নেতিবাচক চিন্তাধারার কারণে এমনটাই দাবি করেন বিরোধীরা।

