আগরতলা, ২ মে : রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে ছাওমনু দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। এলাকাবাসীরা ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর দিয়েছেন। এদিকে, দমকলকর্মীরা পৌঁছানোর আগেই বিদ্যালয়ে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায় নি।
ঘটনার বিবরণে জানা গিয়েছে,রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে ছাওমনু দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। স্থানীয়রা বিদ্যালয়ে আগুন দেখতে পেয়ে দমকল কর্মীদের খবর দেন । পরে তারা ছুটে এসে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন । তবে আগুনের সূত্রপাত এখনও স্পষ্ট নয়।

